
মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটর হ্যামট্রামিক সিটির কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি আমেরিকান আবু আহমেদ মুসা। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো হ্যামট্রামিক সিটি কাউন্সিলর হলেন। কাউন্সিলর আমান্ডা জেকোয়েস্কি পদত্যাগ করায় সিটির আইন অনুযায়ী তার স্থলাভিষিক্ত হন গত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মুসা।
গত ২১ মার্চ সিটি হলে শপথ নেন তিনি। শপথ বাক্য পাঠ করান হ্যামট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ। এ সময় উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, কাউন্সিলর মুহিত মাহমুদ, কাউন্সিলর মোহাম্মদ আলসমিরী এবং আরো অনেকেই।
২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সবশেষ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন কাউন্সিলর আমান্ডা জোকায়াস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করায় সংবিধানের ধারা অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ (১৪৫৫) ভোট পাওয়া আবু আহমেদ মুসা সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
২০১০ সাল থেকে মিশিগানে সপরিবারে বসবাস করছেন মুসা।২০১৩ সালে প্রথমবার হ্যামট্রামিক সিটি কাউন্সিলর নির্বাচিত হন।এরপর ২০১৫ সালে দ্বিতীয়বার এবং ২০২৩ সালে এ নিয়ে তৃতীয়বারের মতো আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের সন্তান আবু আহমেদ মুসা।