কবিঃ ড. দেবাশীষ মৃধা
আমি তখন অনেক ছোট,
যাচ্ছিলাম ট্রেনে চড়ে, অনেক দূরে
হঠাৎ করে ট্রেনের মধ্যে
এক হাসিখুশি ফেরিওয়ালা এলো ধেঁয়ে
হাক দিল সে, “সুখ কিনবে?
তোমরা কি কেউ সুখ কিনবে?”
আমি বড্ড অবাক হলাম,
কৌতুহলে কাছে গিয়ে জানতে চাইলাম
সুখ কি করে কেনা যায় গো?
সে হেসে হেসে বল্লো আমায়
যায় গো বাবু যায়।
তুমি যদি কিনে নাও, ডজন খানেক কমলা লেবু
বাড়ি গেলে সবাই খাবে, সবাই তখন সুখী হবে
এখন কিছু কষ্ট হলেও, তখন তুমি আনন্দ পাবে।
আমি ভাবলাম, সত্যিইতো।
তখন সে আস্তেকরে চুপিচুপি বল্লো আমায়
“ঐ টাকাতে, আমি যদি খাবার কিনে,
ছোট্ট দুটো খেলনা কিনে বাড়িতে যাই
আমার ছোট্ট মেয়ে দুটো
আনন্দতে নেচে উঠবে।
হৃদয় আমার ভরে উঠবে
অন্তর আমার গেয়ে উঠবে সকল সুখের গান।”
আমার খুব লাগলো ভালো, ভরে গেল প্রাণ
কষ্ট হলেও ডজন খানেক কিনে নিলাম।
একটুখানি দূরে গিয়ে হাক দিল সে,
“তোমারা কি কেউ সুখ কিনবে? “