কবিঃ কাজী হাবিবুর রহমান
নহ পরিচিতা, নহ মম মিতা,
নহগো আপন জন,
তবুও হেরিয়া হৃদয় ভরিয়া
জ্বলিছে আমার মন।
শ্বেতপরী নহ অবয়বে বহ
আধো-তিমিরের ছাপ,
তবু কেন প্রীয়া মন-কোঠা দিয়া
দহিতেছে অনুতাপ।
হেরিয়া তোমারে কেন গাহিবারে
পারিনি প্রণয়-গান,
কেন করে আশা ভুলে গেনু ভাষা
হয়ে গেনু নিষ্প্রাণ।
কোমল বদন, মায়াবী নয়ন,
মিষ্টি ঠোঁটের হাসি,
টানের তণ্বী দুষ্টে শন্যি
অপরূপা রূপরাশি
না করে সন্ধি আমারে বন্দী
করিয়াছে মনাগারে।
আমি হেথা আজ তণু বীনা সাজ
হয়ে গেনু একেবারে।
আঁখি মেলে যতো দেখি আমি ততো
দেখিতে ইচ্ছে হয়,
চোখের গোপণ হইতে কখনো
দিতে নাহি মন চায়।
যত হও চেনা ততোই নবীণা,
ততোই অজানা রহ,
যত ভুলিবারে চেয়েছি তোমারে
ততোই আমারে দহ।
তাই আজ আর না মানিয়া হার
নাহি পারিলাম প্রীয়া,
সঁপিলাম মোরে তব হিয়া-দোরে,
বরিও প্রণয় দিয়া।