শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তোমার চোখে তীব্র অগ্নিশিখা

কবিঃ দেওয়ান নাসের রাজা (যুক্তরাষ্ট্র)

তোমার চোখে তীব্র অগ্নিশিখা
বুকে যাতনা দিলে নির্দয়া।
ম্যাপল-উইলোয় এসেছে ফাগুন
কেন একবারও ফিরে দেখলে না?
পলকহীন তাকিয়ে থাকলে না
নিবিড় যত্নে জমা নীল উপেক্ষা।
নারীর বুকে থাকা পাখির দরদ
তবে কী অধমের লাগি আর না!
আটলান্টিকের পাড়ে পাড়ে হাঁটি
চোখ থেকে ঝরে নোনা পানি।
নোনা জলে ভিজে গেল বন
তোমার চোখে তবু জ্বলছে আগুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭