মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তোমার পৃথিবী জুড়ে

কবিঃ আফতাব মল্লিক

একটু চোখ বন্ধ করবে?
এবার ভাবো। তোমার সামনে এক টুকরো পৃথিবী।
সকালে জানালার পাশে কদম গাছের ডালে-
কোকিলের ডাক শুনে তোমার ঘুম ভাঙবে।
কার্নিশে বসে থাকা একটা ঘুঘু পাখি আড় চোখে দেখবে-
তোমার আদর খাওয়া শরীরের আড়মোড়া ভাঙ্গা।
জানলার ফাঁক দিয়ে সোনার সূর্যটা-
রাঙিয়ে দেবে তোমার মুখ।
অলস দুপুরে তুমি যখন বসে থাকবে পুকুর পাড়ে –
আর মাছরাঙার ঝুপ করে জলে পড়া দেখবে –
হিংসুটে বাতাস এলোমেলো করে দেবে তোমার চুল।
আর পড়ন্ত বিকেলে –
তুমি দিগন্তে মিশে যাওয়া গোধূলির লাল রং।
যাকে নিয়ে কবিতা লিখবে হয়তো কোন কবি।
রাতে যখন তুমি ছাদে বসে থাকবে আনমনে-
একটা রাত জাগা পাখি আনন্দে গান গেয়ে উঠবে,
তোমাকে চাঁদ ভেবে।
যেমন আমার ভুল হয়েছিল তোমাকে প্রথম দিন দেখে।
আর রাতে এত্তো আদর খেয়ে তুমি যখন ঘুমিয়ে পড়বে-
এক ঝাঁক তারা সাজিয়ে দেবে তোমার ঘর।
রান্নাঘরের পাশে ঝাউ গাছটাও তার সন্ সন্ শব্দ থামিয়ে দেবে ,
পাছে তোমার ঘুমের ব্যাঘাত ঘটে।
তারপর স্বপ্নে তুমি চলে যাবে ওই মেঘের দেশে।
যেখানে চাঁদের চরকা বুড়ী তোমাকে নিয়ে কত্তো সুখের গল্প শোনাবে।
সময় সাজিয়ে দেবে তোমার সংসারকে ফুলের মত সুন্দর করে।
যে সংসারে থাকবে শুধু সুখ আর সুখ।
যেখানে তোমার মন খারাপ হলে-
তোমাকে সান্ত্বনা দিতে আসবে দখিনা বাতাস ।
তোমাকে ভালোবাসার জন্য তোমার কাছে থাকবে-
নীল আকাশ, কোকিল, মাছরাঙা, গোধূলির রং, রাত জাগা পাখি, সাদা মেঘ, জ্যোৎস্না মাখা চাঁদ,
আর তোমার হাতে গড়া তোমার সম্পর্ক গুলো-
আর তোমার কাছের মানুষ-
সবাই !
থাকব না শুধু আমি !

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১