কবিঃ মহীতোষ গায়েন
সম্পর্কগুলো কেমন ফ্যাকাসে হয়ে আসছে
সময় ও ভাষা হারাচ্ছে তার নন্দন লালিত্য,
অসুখের সুখ নিয়ে ভালো আছি অনাবিল
যন্ত্রণার আবেশে কেটেই যাচ্ছে দিবারাত্রি।
বিভিন্ন শব্দ আসছে করুণা কিম্বা তিক্ততার
কিছু শব্দ আপন হয়ে মন ও মননে মিশছে,
কিছু শব্দ তীব্র জ্বালা ধরাচ্ছে সারা শরীরে
কিছু শব্দ প্রেরণা দেয় প্রকৃত আরোগ্যের।
রাতের শেষ ট্রেন চলে যায় কষ্টের বুক চিরে;
তোমরা ঘুমিয়ে আছো,অসুস্থ বৃক্ষের পাতা
ঝরা কান্না শুনতে পাও,বুঝতে কি পার তার
চিরায়ত বারোম্যাসার অনুভূতির বর্ণমালা?
বাগানে ফুটেছে রঙ্গন ফুল,রঙ্গনের সে সৌন্দর্য
ও আকর্ষণ বিদীর্ণ করে যন্ত্রণাক্লিষ্ট হৃদয়…
দুঃসয়য় জয় করে প্রকৃত মানুষ বাগানে ফোটাবে
হাজার বাহারি ফুল,আমাকে খুঁজে নিও সেখানে।