বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

…দূর পাহাড়ের বীণ…

কবিঃ ফাতেমা হোসেন

সন্নাসী তুমি
পাহাড়,সাগর পাড়ি দিয়ে পৌঁছেছ বনে,
তবে বনে সংসারটা তোমার হয়নি।
বনের এখন বড্ড জ্বর,
ক্রমাগত গাছ কাটায়
বন তার সজীবতা হারাচ্ছে।
দূর পাহাড়ের সাঁওতালবাসী
প্রতি পূর্নিমার রাতে তাদের উৎসবে মাতে,
তুমিও তাদের সাথে নাচো-
তাক ধিনা ধিন,তাক ধিনা ধিন।
দূরে কোথাও কেউ বীন বাজায়,
কী মধুর বীনের সুর!
তুমি অপলক চোখে মোহিত হও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১