মিশিগান প্রতিদিন ডেস্কঃ সিলেট জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পক্ষ থেকে দেলোয়ার আনসার কে সংবর্ধনা প্রদান করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) ফুলসাইন্দ দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেলোয়ার আনসার সিলেট গোলাপগঞ্জের কৃতি সন্তান এবং উক্ত প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। এছাড়াও তিনি প্রজেক্ট অক্সিজেন এর সফল উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্র মিশিগান স্টেটের ওয়ারেন সিটির প্লানিং কমিশনার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব অজি মো:কাউছার। এডপ্ট কমিটির সভাপতি রেদোয়ান উদ্দিন, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলর কাজী মিয়া,
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহিরুল আলম শাহীন, লক্ষনাবন্দ আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া, সহকারী প্রধানশিক্ষক অসিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজ সেবক শেখ খালেদুর রহমান, ৭নং ইউ পি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা: ইব্রাহীম আলীসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা।
এছাড়াও এ সংবর্ধনা আয়োজন সুন্দরভাবে সফল করতে বিশেষ ভূমিকা পালন করেছে প্রজেক্ট অক্সিজেন সদস্যবৃন্দ।