দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সালমান এফ রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (সাফ)-২০২৪।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ক্রমাগত উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ। এই গতি বজায় রাখার জন্য আমাদের অবশ্যই স্থায়িত্ব এবং নৈতিক অনুশীলনকে অগ্রাধিকার দিতে হবে।’
দেশ ও দেশের বাইরে টেকসই ও প্রতিযোগিতামূলক পোশাকশিল্পের জন্য নৈতিক, ন্যায়সঙ্গত ও পরিবেশবান্ধব শিল্পের ওপর দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করেন সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম ২০২৪-এ অংশগ্রহনকারী বক্তারা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিল্প নেতারা এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনরা আরও নৈতিক ও পরিবেশবান্ধব পোশাকশিল্পের প্রতি জোড় দেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, ‘পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থবহ পরিবর্তনের জন্য সরকার, শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা অপরিহার্য।’
আন্তর্জাতিক সহযোগিতার ভূমিকা উল্লেখ করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি বলেন, ‘উন্নয়ন সহযোগিতা পোশাকশিল্পের মধ্যে নৈতিক অনুশীলন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সকল কর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ তৈরির গুরুত্বের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য শোভন কর্মপরিবেশ মৌলিক অংশ। ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগগুলিকে অগ্রাধিকার দিয়ে আমরা শ্রমিকদের মঙ্গল এবং শিল্পের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে পারি। যেটি টেকসই ব্যবসাও নিশ্চিত করে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই)-এর সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী ফোরামে প্রায় ৫০০ জন দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নেন। তারা আইএলও বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রোগ্রামের দশটি বুথ-এর মাধ্যমে পোশাকশিল্পের ভালো চর্চাগুলোর প্রদর্শন দেখেন।