শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ১৯ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। চলতি বছর এ ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৯ হাজার ১৩৩ জন রোগীর মধ্যে এখন ভর্তি আছেন ৯০১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৩ জন মারা গেছেন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১