বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নকল ছবি ধরিয়ে দেবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপ। এখন থেকে ছবি আসল নাকি নকল, তা যাচাই করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। এই ফিচারটির নাম ‘Search On Web’।
যেভাবে করবে?

আপনাকে যদি কেউ একটি ছবি পাঠায়, তাহলে—

  • চ্যাটটি খুলুন।
  • ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
  • সেখানে ‘Search On Web’ অপশন দেখতে পাবেন।

এই অপশনে ক্লিক করলে ছবিটি সরাসরি গুগলে সার্চ হবে।

গুগলে সার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন ছবিটি আসল নাকি তৈরি করা।

তবে এই সার্চ করার সময় ছবিটি কোথাও সেভ হবে না। 

এই ফিচার ভুয়া ছবি বা ভুল তথ্য ছড়ানো থেকে রিরত রাখতে সাহায্য করবে। প্রযুক্তির সাহায্যে ছবি যাচাই করা এখন অনেক সহজ হবে।

এই ফিচারটি আপাতত শুধুমাত্র বেটা টেস্টারদের জন্য চালু হয়েছে।

এটি ব্যবহারের জন্য আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা প্রয়োজন। 

সূত্র: পপুলার মেকানিস

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১