সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষে আশা

কবিঃ পত্রলেখা ঘোষ

একুশেতে বিপর্যয় অশ্রুভেজা চোখ
চা’ব না অতীত পানে করিয়া ক্রন্দন,
নববর্ষে কেটে যাক জাগতিক শোক-
শুভবোধে সম্প্রীতিতে করি নিমজ্জন।
ঘুচুক সকল জরা মনস্তাপ গ্লানি
নব কলেবরে ধরা হোক সুসমৃদ্ধ,
বাইশেতে হৃদ্যতায় সবে কাছে টানি-
ধনে,জ্ঞানে,মণীষায় হোক ধরা ঋদ্ধ।

বসে আছি পথ চেয়ে বুকে নিয়ে আশা,
ভেসে যাক দুখরাশি আনন্দের স্রোতে
আবারো সবার সাথে সুখস্রোতে ভাসা-
শান্তি,করুণা,বর্ষিত হোক সর্বভূতে।
সৌভাগ্য তপন জেনো উদিবে নিশ্চয়
সূচিত হোক সর্বত্র আগামীর জয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১