শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী

কবিঃ সৈয়দ শাহেদ হক

ফুলের ভেতর ফলের জন্ম
ভাবিয়া দেখিনি কখন,
পাপড়ি শুকিয়ে গেলে
ভুলে যাই আমি, কতো ভুলা এই মন।

ফলের ভেতর দেখি কত বল
ভাবিনা গাছের কথা,
শুকায়ে শুকায়ে মরিতে হয়
পোঁড়ে যায় সব ব্যাথা।

নিদারুন সুখে আঁচল পাতিয়া
ঘুমাই বৃক্ষ তলে,
গোঁধুলী লগ্নে উঠিয়া দেখিলাম
টুক টুকে এক বাছাধন আমার কোলে।

শরীরে আমার শরীর হয়েছে
মনটা হয়েছে ভারী,
চোখের বদলে চোখ হয়েছে
তবে কি হইনি নারী।

ভালবাসা তোমার আঁচলে আঁচলে
সোনালী বেনীর ভাঁজে,
হারিয়ে যেয়ো না তুমি
অগণিত-অবহেলিত অসংখ্য নারীর মাঝে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১