শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী

কবিঃপত্রলেখা ঘোষ

নারী তুমি নয় আবর্জনা, সংসারের ধারক বাহক,মূল চালিকাশক্তি;

তুমি বিনা সংসার অরণ্য,স্বামীসন্তান পথভ্রষ্ট, সংসার প্রাণহীন।

দশভূজা হয়ে সামলাও সংসার জীবনের নানা প্রতিকূলতা-

পুরুষ বৃক্ষস্বরূপ তো তুমি বৃক্ষের প্রাণ,

সন্তানের পথপ্রদর্শক,মানবচারার সফল কারিগর।

ক্ষুধার অন্ন তুলে দাও

পুরুষকে সংসারে বাঁধো

প্রস্ফুটিতা পদ্ম

অতুলনীয়া।
(আমার মা সহ যাঁরা নিপুণ হাতে অন্তরালে থেকে সংসারের গুরুভার সামলালেন আজীবন, তাঁদের উৎসর্গীকৃত।)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭