সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাসের ধাক্কায় বাংলাদেশি নিহত

শাহ আহমদ, নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড এবং ব্রডওয়েতে রাস্তা পারাপারের সময় এমটিএ বাসের ধাক্কায় এক বাংলাদেশি মারা গেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি মাগুরা জেলা সমিতি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত সভাপতি নাজমুল আহসান বাবুল।

প্রত্যক্ষদর্শী একজন জানান, একসঙ্গে নামাজ পড়ে কাবাব কিং রেস্টুরেন্ট থেকে চা খেয়ে বের হয়েছিলেন বাবুল। এরপর রাস্তা পারাপার হওয়ার জন্য ছিলেন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় নিউইয়র্ক সিটি বাস এসে ধাক্কা দিলে তিনি সঙ্গে সঙ্গেই রাস্তায় ঢলে পড়েন। এসময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

ডেইলি নিউজকে আরও এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত বাবুল তার স্ত্রীর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে দেরি হয়ে যাবে বলে দ্রুত রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিউ ৩৯ (Q39) বাস তাকে ধাক্কা দেয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭ টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আশঙ্কাজনক অবস্থায় নাজমুল আহসান বাবুলকে এলমহার্স্ট হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের পৌঁছানোর কয়েক ঘন্টাপর তিনি মারা যান।

নিউইয়র্ক পুলিশ বিভাগ আরও জানায়, কীভাবে এই দুর্ঘটনা ঘটছে সেটি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১