নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট ভিলেজে বৃহস্পতিবার একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হয়েছেন।
ভয়াবহ আগুন থেকে বাঁচতে দুই কিশোর জানালা দিয়ে বের হয়ে পেছনের পাইপ ধরে বাঁচার চেষ্টা করেন। একজন পথিকের ধারণ করা ভিডিওতে এই রোমহর্ষক ঘটনা ধরা পড়েছে।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, পাইপ ধরে বাঁচার চেষ্টা করা দুই কিশোর আহত হয়েছে। খবর পিপল ডটকমের
একজন পথিক দুই কিশোরের ভিডিও ধারণ করেন। তাতে কিশোরদের মধ্যে একজনকে চতুর্থ তলার জানালার বাইরে ঝুলতে দেখা যায়। আশেপাশের বেশ কয়েকটি জানালা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল। সে ভবনের পাইপ ধরতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় কিশোর জানালা দিয়ে বেরিয়ে আসে। তারা সেখানে আটকে ছিল।