বৃহস্পতিবার সকালে নিউইর্য়ক এর হারলেমে বাসে চড়ার সময় একটি ১৪ বছর বয়সী কিশোর গুলিবিদ্ধ হয়েছে। হামলাকারীর হাত থেকে বাঁচতে সিটি বাস থেকে ঝাঁপ দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
লেনক্স এভিনিউয়ের কাছে ১৩৯ তম রাস্তায় সকাল ১০ টার আগে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, কিশোকটিকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে সে সুস্থ হয়ে উঠবে। বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাস চালককেও হাসপাতালে নেয়া হয়েছে, তবে তিনি আঘাত পাননি।
নিউইয়র্কের তরুণদের সাথে জড়িত সহিংসতার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। ঠিক গত বৃহস্পতিবার, ব্রঙ্কস বাস্কেটবল কোর্টে ১৩ বছর কিশোর ছেলের হাঁটুতে গুলি করেছিল অন্য ১৩ বছর বয়সী এক কিশোর।
এনওয়াইপিডি ডেটার একটি পোস্ট বিশ্লেষণে দেখা গেছে যে জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বন্দুক বা ছুরি দ্বারা কমপক্ষে ২১ কিশোর নিহত হয়েছে।