শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে বুস্টার ডোজ নিলেই মিলবে ১০০ ডলার

নিউইয়র্কের বাসিন্দারা করোনার টিকার বুস্টার ডোজ নিলেই ১০০ ডলার মিলবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও।

তিনি একে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বুস্টার ইনসেনটিভ প্রকল্প’ বলে ঘোষণা দিয়েছেন। অবশ্য এই সুযোগ সীমিত সময়ের জন্য। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই বুস্টার ডোজ নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

মেয়র বলেছেন, ‘এটি হবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বুস্টার ইনসেনটিভ প্রকল্প। আমি নিউইয়র্কবাসীদের সাড়া দেখতে চাই। এখনই সময়। বুস্টার ডোজ নিন, আপনার পরিবারকে নিরাপদ করতে সাহায্য করুন, এই পুরো শহরটিকে নিরাপদ করতে সাহায্য করুন।’

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কে করোনার সংক্রমণ বেড়েছে। গত চার সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সংক্রমণ হার প্রায় ১২৩ শতাংশ বেড়েছে। একই সময় হাসপাতালে করোনার লক্ষণগুলোর তীব্রতা নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭