মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিমপাতা দিয়ে রূপচর্চা করলে ত্বকে যা ঘটে

ত্বকের সমস্যার যেন শেষ নেই। বিশেষ করে বর্ষায় দিনে সঠিকভাবে ত্বকের যত্ন না নিলে অবস্থা বেহাল হয়ে পড়ে। কারণ এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ত্বক শুষ্ক হয়ে পড়ে। সেই সঙ্গে সংক্রমণের ভয় তো রয়েছেই।

তাই বর্ষার মৌসুমে রূপচর্চার ক্ষেত্রে বাড়তি সতকর্তা জরুরি। আর এক্ষেত্রে সবচেয়ে উপকারী হতে পারে নিমপাতা। এই মৌসুমে নিয়মিত মুখে নিমপাতা বেঁটে মাখলে থাকতে পারেন নিশ্চিন্তে।

চলুন, রপচর্চায় নিমপাতার ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক:

উজ্জ্বলতা বাড়ে

শীতের মতো বর্ষাকালেও ত্বক নিস্তেজ হয়ে যায়। জেল্লা কমে যায়। নিমপাতা জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। ত্বকের দাগছোপ, অস্বস্তি দূর করতেও নিমপাতার জুড়ি মেলা ভার।

মরা কোষ দূর করে

ত্বকের মৃত কোষ সহজে যেতে চায় না। নিমপাতা দারুণ এক্সফোলিয়েট। ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা মৃত কোষ নিমপাতার গুণে দূরে চলে যায়। ত্বক ভেতর থেকে পরিষ্কার দেখায়। মসৃণও হয় ত্বক।

ত্বক মসৃণ এবং কোমল রাখে

নিমপাতা ময়েশ্চারাইজ়ার হিসেবেও ব্যবহার করা যায়। নিমপাতায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক ভিতর থেকে কোমল এবং মসৃণ করে তোলে। বলিরেখা, মেচেতার সমস্যাও দূরে যায় নিমপাতা দিয়ে রূপচর্চা করলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১