বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন করার টাকা পেলেন কোথায়, জানালেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের কারণেই মূলত নতুন করে এ আলোচনা উঠেছে। পরাজয়ের পর সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তিনি। তবে নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে হাইকোর্টে রিট করেন নিপুণ। তার রিটের প্রেক্ষিতে ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছেন আদালত।

এদিকে, নিপুণের সঙ্গে মিশা ও ডিপজলের শুরু হয়েছে বাক্‌যুদ্ধ। এ যুদ্ধও শুরু করেছেন নিপুণ। অন্যদেকি, গত বুধবার এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল করেছেন শিল্পী সমিতির অনেক সদস্য। তারা প্রশ্ন তুলেছেন, নিপুণ নির্বাচন করার জন্য এত টাকা কোথায় পান?

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা নিপুণ নির্বাচন করার জন্য তার টাকার উৎসের কথা জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাতছাড়া করে না। নির্বাচনের আগে ঢাকার তাঁতীবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। পারলে ওনারা তাঁতীবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক।’

নিপুণ বলেন, ‘নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন, পোস্টার-ব্যানার করতে হয়েছে বলেই এ খরচটা করতে হয়েছে। আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য।’

হুঁশিয়ারি উচ্চারণ করে এ অভিনেত্রী বলেন, ‘দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১