
আজ রবিবার রাতে রিটানিং অফিসার নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নৌকা প্রতিকে ওবায়দুল কাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নোয়াখালী-৫ আসনে কোম্পানীগঞ্জ উপজেলার ৭০টি এবং কবিরহাট উপজেলার ৬২টি, মোট ১৩২ কেন্দ্রে মোট ভোট পড়ে ২ লক্ষ ১২৩২টি।
এ ছাড়া অপর প্রার্থীদের মধ্যে জাসদের মশাল প্রতিকে মুখসুদুর রহমান মানিক এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতিকে শাকিল মাহমুদ চৌধুরী সমান ২ হাজার ১৩২ ভোট পান এবং অপর প্রার্থী ইলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামসুদ্দোহা চেয়ার প্রতীকে ১ হাজার ৪৯৩ ভোট পান।