সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পরম নির্ভরতার আশ্বাস চাই সবাই

লেখকঃ লাভলী দেব

কিছু মানুষ হঠাৎই জীবনে আসে,
সমস্ত কিছু পাল্টে দেয়।
মন ভাঙ্গা মনখারাপ,
দুঃখ, কষ্ট সব কিছু।
কিছু কিছু মানুষ
আমাদের
ভিতরের আনন্দ
ভিতরের ভালোলাগা গুলোকে
যেন হঠাৎই
আমাদের সামনে চোখের সামনে নিয়ে আসে,
আমাদের ভালো থাকতে শেখায় ভালোবাসতে শেখায়।

এই যে চারিদিকে এতো পাল্টে যাওয়া,
এতো ছেড়ে যাওয়া ,
এত্ত ভুল বোঝাবুঝি,
এর মাঝেই কিছু মানুষ
যেন ঠিক ম্যাজিকের মত আমাদের দেখিয়ে দেয়
থেকে যাওয়ার কারণ গুলো ,
ভালোবাসার কারণ গুলো।
তারা আমাদের বদলিয়ে নয়,
আমরা যেরকম,,
সেরকম ভাবেই আমাদের ভালোবাসতে শেখায়।
ভালো রাখতে শেখায়।।

“আর কতদিন কাঁদবে তুমি,
কথা দিলাম আগলে নেব,”
ভালোবাসার এমন দাবি,
কজনই বা করতে পারে।

“আর কতদিন আঘাত পাবে,
কথা দিলাম সামলে নেব,”
বাসবে ভালো সবাই বলে
কজন ভালোবাসতে পারে?

কজন ভালোবাসতে পারে?
কজন ভালো রাখতে পারে?

সঙ্গী হবে সবাই বলে,,,,,
কজন সাথে থাকতে পারে?

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১