সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিপূরক

কবিঃ কাজি হাবিবুর রহমান

পাথর ঘষে আগুন, হৃদয় ঘষে প্রেম,
জীবন ঘষে সুখ আজি বুঝলেম।

জমিন খুঁড়ে ফসল, মাটি খুঁড়ে খনি,
সাপে আছে বিষ, নেইকো তাতে মণি।

বৃক্ষ রো’পে ফল, ফলে পুষ্টি গুণ,
মিষ্টি খনিজ জল,সাগর জলে নুন।

ফুলে আছে শোভা, শোভা দৃষ্টি হরা,
আরো আছে ঘ্রাণ হৃদয় ব্যাকুল করা।

শিশুর মুখের হাসি মায়ের বুকের সুখ,
অসৎ সঙ্গ-বাস এনে দিবে দুখ।

ধন্ধ মনে এলে ভাঙন ধরে ঘরে,
ভালোবাসো যদি আপন হবে পরে।

কর্মফলে জীবন সুখের দুখের হয়,
ব্যবহারে পাবে বংশ-পরিচয়।

পাপে তাপে জেনো দোযখ সাথী হবে
পূণ্য যদি কর বেহেস্ত পাবে তবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১