মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানি সেনার গুলিতে বাংলাদেশি নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি নিহত হয়েছেন।পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ওই বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭ জন নিহত হয়। তারা সবাই তেহরিক ই তালেবানের সদস্য বলে দাবি করে সেনাবাহিনী।

নিহতদের একজনের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এরমাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি।

কর্মকর্তারা বলেন, বাংলাদেশি ওই ব্যক্তির কাছে জাতীয় পরিচয়পত্র ও টাকা ছিল। এতে করে তারা নিশ্চিত হয়েছেন যে তিনি বাংলাদেশি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন। এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা।

তবে বাংলাদেশি নিহত হওয়ার ব্যাপারে পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

শেয়ার করুনঃ