শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৩

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সোমবার (২৬ আগস্ট) তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে হওয়া এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

অবশ্য হামলার বিষয়ে বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। তবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে এই হামলার ঘটনা ঘটেছে। পৃথক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বেলুচিস্তানের মুসাখাইল জেলায় সোমবার ভোরে সশস্ত্র ব্যক্তিরা ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর তাদের ওপর গুলিবর্ষণ করে এবং এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের মতে, সশস্ত্র লোকেরা মুসাখাইলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। হামলায় নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গেছে। তিনি আরও বলেন, হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পরে পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ হাসপাতালে স্থানান্তর করতে শুরু করে বলেও জানান তিনি।

 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বেলুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে।

 

এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সন্ত্রাসীদের বর্বরতার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা মুসাখাইলের কাছে নিরীহ যাত্রীদের টার্গেট করে বর্বরতা দেখিয়েছে।

 

সন্ত্রাসী এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি এড়াতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024