বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তান সফরে নেই মিলনে-অ্যালেন

পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন পেসার অ্যাডাম মিলনে ও উদ্বোধনী ব্যাটার ফিন অ্যালেন। অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন ৫৩ টি-টোয়েন্টি খেলা মিলনে। ৪৩ টি-টোয়েন্টি খেলা অ্যালেনের চোট পেয়েছেন পিঠে। দুজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল ও জ্যাক ফকস।সফর থেকে বিশ্রাম পেয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথাম। পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

 

আইপিএলে খেলায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নিউজিল্যান্ডের নিয়মিত ৯ ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাই দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে পাকিস্তান সফরে। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়়াবে ১৮ এপ্রিল। সিরিজের প্রথম তিন হবে ম্যাচ রাওয়ালপিন্ডিতে। শেষ দুটি ম্যাচের ভেন্যু লাহোর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০