রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরস্কারের টাকা বন্যার্তদের দিলেন লিটন

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে হারানো কৃতিত্বের বেশিরভাগ মুশফিকুর রহিমের। তার সঙ্গে অবদান আছে লিটন দাসেরও। প্রথম ইনিংসে ৫৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস আছে তার। এই রান করে তিনি জিতেছেন এনার্জিটিক ব্যাটার অব দ্য ম্যাচের পুরস্কার। পুরস্কার নিতে গিয়ে সেই অর্থ দেশে বন্যা দুর্গতদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন লিটন। নিজের ফেসবুক পেজে সেই ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024