বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার রাত ৯টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পেনসিলভেনিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান স্হানীয় কাববি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে পেনসিলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পেনসিলভেনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুল হাই মিয়া, পেনসিলভেনিয়া আওয়ামী লীগের উপদেষ্টা জাকারিয়া চৌধুরী, সিটি আওয়ামী লীগের সহ সভাপতি ও বেসাপের দপ্তর সম্পাদক মকবুল হোসেন ফারুক, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুকুল ইসলাম খাঁন, বীর মুক্তিযাদ্ধা আব্দুল মতিন তফাদার, আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, পেনসিলভেনিয়া যুবলীগের সহ সভাপতি সৈয়দ শরীফ আহাম্মেদ ও সাহিদুর রহমান, মুরাদ চৌধুরী, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহাম্মেদ ও তানহার আহাম্মদ খোকন, সদস্য সালাম খান, মোস্তফা কামাল বাদল, মুহাইমিন, কবির হোসেন, এখলাস উদ্দিন, তালহা চৌধুরী, তৌফিক আহম্মেদ, জুনায়েদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ।
আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রচার সম্পাদক আবু ইমতিয়াজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শাহ তুষার, ছাত্রলীগ নেতা তৌফিক চৌধুরী।
পেনসিলভেনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পেনসিলভেনিয়া যুবলীগের সহ সভাপতি রাকিব চৌধুরী।