শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যান্ট খুলে গেলো রহিতের, ভিডিও ভাইরাল

এবারের আইপিএলে হারতে হারতে ক্লান্ত মুম্বাই ইন্ডিয়ান্স। টানা ৩ ম্যাচ হেরে দুই ম্যাচে জয়ে স্বস্তি ফিরেছিল মুম্বাই শিবিরে। ফের হার সঙ্গী হলো রোহিত-পান্ডিয়াদের। রোববার রাতে ওয়াংখেড় স্টেডিয়ামে চেন্নাইয়ের মুখোমুখি হয় রোহিতরা। হিটম্যান সেঞ্চুরি পেলেও হেরেছে মুম্বাই।রোহিত নিজেও বিব্রত হন এ ঘটনায়। উঠে দাঁড়িয়ে তিনিও হেসে দিয়েছেন। পরে শক্ত করে নিজের ট্রাউজারের রশি বেঁধে নেন তিনি।

অপরদিকে রোহিতের এ ঘটনার ছবি-ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। মজা মন্তব্য উড়ে আসে নেটিজেনদের কাছ থেকে।

কেউ কেউ লেখেছেন, ‘এতদিনে বোঝা গেল ক্যাপ্টেন হার্দিক রোহিতকে বাউন্ডারিতে ফিল্ডিং করতে পাঠানোয় কেন রাগ হয় হিটম্যানের সমর্থকদের।’

কেউ লেখেন, ‘প্যান্ট যাক, ক্যাচ না যায়।’ কারও মন্তব্য, ‘নিজের প্যান্ট সামলাতে পারে না, কীভাবে ভারতীয় দল সামলায় কে জানে!’ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৪০ বলে ৬৯ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন। ৩টি ছক্কার সাহায্যে ৪ বলে ২০ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন মহেন্দ্র সিং ধোনি।

 

তবে রোহিত নিভে যাননি, অন্তত গতকালের ম্যাচে তাই জানান দিয়েছেন। ৬৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে সেই প্রমাণ দিয়েছেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০