পরে টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, বাঁধার সময় সেটি ছিড়ে বা খুলে গেছে।
আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুসকে আউট দিয়েছেন আম্পায়াররা। বাংলাদেশ আবেদন তুলে নিলে সেক্ষেত্রে অবশ্য ভিন্ন ব্যাপার হতো। হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ার ব্যাপারটা সাকিবকে বোঝানোর চেষ্টা করেছিলেন ম্যাথুস।