![](https://michiganpratidin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
করোনাকালীন সময়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া পুলিশ (তদন্ত) কেন্দ্রের সম্প্রতি যোগদানকৃত পুলিশ অফিসার (এসআই) শামসুদ্দিন নিজ অর্থায়নে জনগণের মাঝে মাক্স, হ্যান্ডস্যানিটাইার এবং বিভিন্ন করোনা সামগ্রী বিতরণ করেছেন। করোনা কালীন সময়ে তিনি সরকারের যাবতীয় কর্মসূচী তিনি সাফল্যের সাথে পালন করেছেন। জানা যায়, দঃধরান্দি ব্রীজের ঢাল থেকে যখন এক বৃদ্ধ তার ভ্যানটি উপরে উঠাতে পারছিলনা, ঠিক তখনই তিনি ডিউটিরত থাকা অবস্থায় বৃদ্ধের ভ্যান টি নিজ কাঁধে ঠেলে উপরে উঠাতে সাহায্য করে। যা মানবতার পরিচয় বহন করে। সামসুউদ্দিন কে মানবতার ফেরিওয়ালার সাথে তুলনা করা যায়।