রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রস্তুত সৌদির প্রথম নারী সেনা দল

এবার ইতিহাস গড়লো সৌদির নারীরা।প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত দেশটির নারী সেনা সদস্যরা। পুরুষদের পাশাপাশি এখন থেকে তাদেরকেও দেখা যাবে সৌদি সেনাবাহিনীতে।সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ১৪ সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছিল গত ৩০ মে।দেশটির আর্মড ফোর্সেস ওমেন’স ক্যাডার ট্রেনিং সেন্টারের অধীনে এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন নারী ক্যাডেটদের প্রথম ব্যাচ।বুধবার এই প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করে তারা।আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রশিক্ষণ প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠানে মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ কর্মসূচি, পাঠ্যক্রম এবং একটি আদর্শ শিক্ষার পরিবেশ প্রদান করা।আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণে নারীদের সেনা সদস্যে রূপান্তরিত করার সব উপাদানই রয়েছে।এর ফলে কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে নারীদের যুক্ত করার কার্যক্রম হাতে নেয়।সেই ধারাবাহিকতায় নারী ক্যাডেটদের প্রথম ব্যাচ প্রশিক্ষণ শুরু করে। প্রশিক্ষিত এসব নারী সেনা সদস্যের প্রয়োজনীয় স্থানে নিযুক্ত করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024