শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিয় লতাজী

কবিঃ মুহাম্মদ শামসুল হক বাবু

বিদায় বেলায় কি লিখি তোমায়-
গানের ভুবনে পিতা পরম ঈশ্বরের নামে
যে আকাশ প্রদীপ জ্বেলে দিলে তুমি,
আজি সেই দীপ নিভে গেল হায়-
এ ধরায় আর ফিরিবে না যে চলে যায়।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
ভালোবাসার ফাগুন ও আগুন জ্বেলে-
চলে গেলে মোদের একা ফেলে,
বড়ই বিষাদ ভরা রজনী ওগো সজনী-
আজ নয় গুনগুন- গুঞ্জন প্রেম ঘুমিয়েছে তুমি বুঝনি!

বিদায় বেলায় কি লিখি তোমায়-
সেই হারমনি কোনও দিন বাজবে না-
এখন কতশত নিশি যাবে চলি,
কোকিলকণ্ঠে কেউ গাইবে না-
আর যেন নেই কোনও ভাবনা।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
সুরের আকাশে নক্ষেত্রের দেশে
কে তুলিবে মূর্ছনা- উঠিবে ঝড়!
ঐ দূর সীমানায় ফেলে আসা স্মৃতি আমার-
বলিবে আমি যে কে তোমার!

বিদায় বেলায় কি লিখি তোমায়-
সকল লাল পাথরে চুনি নাহি হয়!
সব লতায় আর পাতায় ফুল নাহি ফোটে,
চলেই যদি যাবে তবে কাছে এসো না-
এই বুকেতে আর কোনও দিন ব্যথা দিও না!

বিদায় বেলায় কি লিখি তোমায়-
হে ভারতবর্ষ কেন নিশ্চুপ হয়ে গেলে তুমি-
কাঁদিছে ভূমি- কাঁপছে সাহারার মরুভূমি!
চুপ কেন? শেষবারের মতো কিছু কথা বলো না-
মৃত্যুর পদযাত্রী করে নাকো কোনও ছলনা।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
আষাঢ় শ্রাবণ মানে নাকো মন,
বুকের খাঁচা থেকে বেরিয়ে গেল প্রাণপাখি
তোমার আশা ভোঁসলে জ্ঞান হারিয়েছে-
দুনিয়ার মানুষ অঝোরে কেঁদেছে।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
ওহে করুণ সুরে বাঁশি কেন গায়?
আমারও তো স্বাদ ছিল আশা ছিল মনে,
তোমাকে নিয়ে কেন লিখিব অল্প-
প্রতিদিন প্রতিরাতে চলিবে প্রেমের গল্প।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
নিদ্রা হতে সাত ভাই চম্পা জাগো রে,
মোর চঞ্চলা মন আনমনা হয়
চন্দ্র যে তুই তব ঐ রঙিলা বাঁশিতে-
কতবার জ্ঞান হারিয়েছি তোমার হাসিতে!

বিদায় বেলায় কি লিখি তোমায়-
তুমি ছিলে জীবন্ত কিংবদন্তি শিল্পী
হিন্দি সহ অগণিত ভাষায় গেয়েছিলে গান,
তুমি সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-
চঞ্চল দেহখানি একদা হয়ে যাবে নিথর।

বিদায় বেলায় কি লিখি তোমায়-
ওগো ময়না গো- কেন যে কাঁদাও
যদিও রজনী পোহালো সজনী,
মিথ্যে আশ্বাস দিলে গলে দেব ফাঁসি-
আর বলিও না- একবার বিদায় দে মা ঘুরে আসি!

বিদায় বেলায় কি লিখি তোমায়-
যতদিন রবে দুনিয়ার মানুষ-
ততদিন তোমার গান শুনিবে জানি,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আছে যত লোক-
তোমাকে হারিয়ে মাতম উঠিছে- পালন করিছে শোক।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024