শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেমের আশে বারো মাস

কবিঃশাহী সবুর

বৈশাখ জৈষ্ঠ্যে আম পাকে
পাকে নানান ফল,
আসবে বলে এলে নাতো
করলে নানান ছল।
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
রাস্তায় ছিল কাদা,
তোমার সাথে করতে দেখা
ছিল নানান বাঁধা।
ভাদ্র আশ্বিন শরৎকালে
ফুটলো কাশের ফুল,
শিউলি ফুলের মালা পেতে
মন ছিল আকুল।
কার্তিক আর অগ্রহায়ণ
মাঠে পাকে ধান,
কখন তোমায় কাছে পাবো
মন করে আনচান।
পৌষ মাঘে দারুণ শীতে
ঘুম আসে না রাতে,
আশায় থাকি কখন দেখা
হবে তোমার সাথে।
ফাগুন চৈত্র বসন্তকাল
কোকিল ডাকে কালে,
বার মাসই রাখলে ধরে
তোমার প্রেম জালে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১