কবিঃ কল্পনা দাস
ঋতুরাজের আগমনে
ধরায় নতুন সাজ
কচি পাতার সমারোহে
সবুজ হলো গাছ।
আম গাছেতে আম্র মুকুল
বদলে গেলো রূপ
কাঁঠাল গাছে কচি বোলের
থোকা থোকা স্তুপ।
পলাশ, শিমুল রক্ত রাঙা
কৃষ্ণচূড়াও লাল
নানান ফুলে রঙিন হলো
বসন্তরই গাল।
গাছের ডালে পাতার ফাঁকে
প্রজাপতির নাচ
মধু আনতে ব্যস্ত ভ্রমর
মৌমাছিরা আজ।
কোকিল পাখির মধুর সুরে
মন উতলা হয়
ফাগুন হাওয়ায় দুলে হৃদয়
প্রেমেরই গান গায়।