কবিঃ সোমা দাস
“ফাগুন” তুমি আমার হবে?
একটু লাজুক ভালোবাসায়,
মনের কোণে রঙ ছড়াবে?
আমার বাগান বসন্ত হীন,
ঝরা পাতার সমাগমে l
তোমার পরশ পেয়ে যদি —
জীর্ণ শাখে কুসুম ফোটে !
জানো তো?? মাঝে মাঝে বড্ড হিংসে হয়,
শিমূল পলাশ আম্রবনে —
কিসের তোমার আলাপন?
“ফাগুন “তুমি আমার হবে?
আবির রঙে ঠিকরে পড়বে –,
বসন্ত হীন প্রেম কুঞ্জে,
রাখালিয়ার বাঁশির টানে,
মাতবো দুজন সঙ্গোপনে,
হেলে দুলে পড়বে মুকুল,
মেঠো পথের দুপাশ ভরে l
ওই দেখো ঐ এলো সবাই,
বরণ ডালা সাজিয়ে হাতে,
“ফাগুন এলো ফাগুন এলো,”
উল্লাসিত প্রেম জোয়ারে l
এবার বুঝি চৈতন্য হলো !
“ফাগুন “তুমি শুধু আমার নও l
সবার মনের রঙ মহলে –,
“ফাগুন “তুমি অনন্ত প্রেম ll