শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাগুন

কবিঃ টুকন চৌধুরী

আগুন ঝরা এই ফাগুনে
লাগলো দোলা দেহ মনে,
হৃদয় কোণে সঙ্গোপনে
বন্ধু তোমায় পড়ছে মনে ।

কৃষ্ণচূড়ার রং কি আজি
রাখছো মেখে দুই চরণে,
লালের সাথে লাল শাড়িটা
জড়িয়ে নিয় চাঁদ বদনে ।

একটুখানি সুখের ছোঁয়া
স্বপ্ন বুনে দুই নয়নে,
নিবিড় ভালোবাসায় তারে
ভরিয়ে দিয় খুব যতনে ।

কষ্টগুলো যাক উড়ে যাক
বাষ্প হয়ে নীল গগনে,
ভালবাসার ফাগুন আসুক
বারেবারে সুপ্ত প্রাণে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০