শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিরে এসো সাথী

ফিরে এসো সাথী
শাহী সবুর

হঠাৎ করে মনে কেন ভাবনা এত জাগে?
তোমায় একটু ছুঁয়ে দেখি হারিয়ে যাবার আগে,
তোমায় নিয়ে ভাবতে আমার অনেক ভালো লাগে।

প্রথম যেদিন হয়েছিল তোমার আমার দেখা,
সেদিন আমি ভাবিনি তো আবার হব একা,
বুঝিনি তো এটা আমার ভাগ্যে ছিল লেখা।

তুমি চলে গেলে আমি ভাসবো নয়ন নীরে,
আমার কথা মনে করে আবার এস ফিরে,
তোমার জন্য বসে রবো জীবন নদীর তীরে।

আমার কথা পড়লে মনে যদি অশ্রু ঝরে,
আমার জন্য যদি তোমার বুকে কাঁপন ধরে,
বন্ধু তুমি বলো তখন সইবো কেমন করে?

তোমার স্মৃতি বুকের মাঝে করবে মাতামাতি,
তুমি বিনে একলা ঘরে কাটবে আঁধার রাতি,
মনের টানে আবার তুমি ফিরে এসো সাথী।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১