শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলকে ভালোবাসি

কবিঃ এস.আই. জনি

ফুলকে আমি পছন্দ করি
সেজন্য ফুল করেছি চাষ,
ফুলের রাজ্যে আবাস গড়ি
কাটাতে ইচ্ছুক বারোমাস।

ফুলের মতো গন্ধ বিলিয়ে
মানব হৃদয়ে নেবো ঠাঁই
ভালোবাসার পরশ মিলিয়ে
সুখী জীবন গড়তে চাই।

ফুল কলি দের সাথে আমি
ভাব জমাবো রাত-বিরেতে ,
ফুলগুলো হবে অনুগামী
দেবে আমাকে আসন পেতে।

ফুলের প্রেমে আবেগ ঝরে
একটুও নয় কথা মিছা ,
ফুলের গাছে ফেলবো ভরে
আমার বাড়ি ফুল বাগিচা।

গ্রাম্য কবি এস.আই.জনি
ক্ষুদ্র স্বপ্নে নেই কোনো ভুল ,
জানে মহান কাদের গণি
প্রাণের ক্ষুধা মেটাবে ফুল।

চাওয়া-পাওয়া কিছু নাই
হয়েছি তা-ই ফুলের চাষি ,
কথা একদম খাঁটি ভাই
ফুলকে ভীষণ ভালোবাসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১