কবিঃ চৈতালী দাসমজুমদার
ফেব্রুয়ারি এলেই ঘরে
ভাইয়ের কথা মনে পড়ে
অশ্রু ঝরা আঁখি,
জয়ের ঝান্ডা হাতে নিয়ে
শরীর থেকে রক্ত দিয়ে
পতাকা টি রাখি।
মায়ের কোলে মাথা রেখে
দু’চোখ ভরে মাকে দেখে
মুখে অম্লান হাসি,
দেশের জন্য জীবন দিতে
অত্যাচারীর প্রাণটি নিতে
বড়ই ভালো’বাসি।
গর্বে মায়ের বুকটি ভরে
যে ছেলেটা বাংলা গড়ে
সে যে মায়ের ছেলে,
ভাষা দিবস এলে পরে
আমার হৃদয় কষ্টে ভরে
খবর কি তার পেলে?
কতো ভাই যে শহীদ হলো
তবুও দেশতো স্বাধীন হলো
স্মৃতির পাতায় আঁকি,
মায়ের দিকে চেয়ে দেখি
মায়ের কান্না নয়কো মেকি
যতন করে রাখি।