সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেরদৌস ডাকলে নির্বাচনী প্রচারে আসবেন ঋতুপর্ণা

রাজনীতিতে নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ অভিনেতা। বর্তমানে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশের পাশাপাশি টালিউড সিনেমায় পরিচিত মুখ ফেরদৌস। তাই সেখান থেকেও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘টালিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। তিনি বলেছেন, প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবেন।’

২০০১ সালে ‘ওস্তাদ’ চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ও ফেরদৌস। সিনেমাটি পরিচালনা করেন সুভাষ সেন। সেই বছরই ল্যাডলী মুখার্জি নির্মিত ‘সুয়োরানী দুয়োরানী’ ছবিতে জুটি বাঁধেন তারা। এরপর অনেকগুলো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ফেরদৌস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১