এখন প্রশ্ন হচ্ছে দিনজুড়ে এমনটা দেখা গেল কেনো? তরুণদের মতে, লাল প্রোফাইল পিকচারের এই সয়লাব সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের চলমান সহিংসতায় নিহতদের জন্য প্রতিবাদের একটি চিহ্ন।
সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন। তাই মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে অনেক তরুণের প্রোফাইল পিকচার লাল দিতে দেখা গেছে।
সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা পেশার মানুষ। মঙ্গলবার সকালে দেখা যায়, ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।