রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুকে প্রোফাইল পিকচার লাল হলো কেন?

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সরকারি উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে শোক দিবস। এ উপলক্ষে জনগণকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানিয়েছে সরকার। তবে শোকের রং কালো হলেও এদিন ফেসবুকে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক তরুণের প্রোফাইল পিকচার ছিল রক্তিম লালে রাঙানো।

এখন প্রশ্ন হচ্ছে দিনজুড়ে এমনটা দেখা গেল কেনো? তরুণদের মতে, লাল প্রোফাইল পিকচারের এই সয়লাব সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের চলমান সহিংসতায় নিহতদের জন্য প্রতিবাদের একটি চিহ্ন।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন। তাই মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে অনেক তরুণের প্রোফাইল পিকচার লাল দিতে দেখা গেছে।

সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা পেশার মানুষ। মঙ্গলবার সকালে দেখা যায়, ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।

অন্যদিকে, সরকার সমর্থক ব্যক্তিদের রাষ্ট্রীয় শোক পালনের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে তাদের প্রোফাইল পিকচার কালো রঙে পরিবর্তন করতে দেখা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১