শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্লোরিডায় বাড়িতে ঢুকে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাড়িতে ঢুকে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় রবিবার সকালে অঙ্গরাজ্যটির লেকল্যান্ডে এক ব্যক্তি এই হামলা চালান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তার তিন মাস বয়সী সন্তান রয়েছে।গুলিতে ১১ বছরের একটি মেয়েও আহত হয়েছে।হত্যার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।হামলাকারী ব্রায়ান রিলে (৩৩)মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য।তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।কাউন্টি শেরিফ গ্র্যাডি জাড এক সাংবাদিক সম্মেলনে বলেন, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তার গোলাগুলি চলে।এক পর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন।তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি জানান, রিলে শনিবার রাতে প্রথম ওই বাড়িতে ঢোকেন। ওই পরিবারের সঙ্গে তার তর্ক হয়।পুলিশ যাওয়ার পর তিনি সেখান থেকে চলে যান।রবিবার আবার সেই বাড়িতে গিয়ে তিনি ৪০ বছরের এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তার সন্তানকে গুলি করে হত্যা করেন।ওই বাড়ির পাশেই তিনি ওই নারীর ৬২ বছর বয়সী মাকে গুলি করে হত্যা করেন।রিলের বান্ধবী তদন্তকারীদের জানিয়েছেন, রিলে মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024