কবিঃ মোহাম্মদ আংগুর মিয়া
জন্মের জন্য দায়ী নয় মানুষ সে তাঁর
কর্মের জন্য দায়ী
এই দুনিয়া একটি অস্থায়ী নিবাস
কোন কিছুই নয় স্থায়ী।
কেহই জানতোনা কোন পরিবারে তাঁর
জন্ম হবে কোন জায়গায়
এই সব নির্ধারিত হয়ে থাকে একমাত্র
বিধাতার ইচ্ছায়।
টাকা পঁয়সা ধন দৌলত সমাজে
মানুষকে সম্মানিত করে
ভাল মানুষ বলে পরিচিতি পেতে পারে
শুধু তাঁর ভদ্র ব্যবহারে।
বংশ পরিচয় নিয়ে জাতের বড়াই কিছু
মানুষের মুখে শুনতে হয়
এই সবতো পূর্ব পুরুষের কাছ হতে প্রাপ্ত
নিজের অর্জিত নয়।
ভাল বংশে যাঁদের জন্ম তাঁরা অনেক
সম্মানী দারুন ভাগ্যবান
নিজের প্রত্যেকটি ব্যবহারে রেখে যেতে
হবে বংশের সন্মান।
ভাল বংশের মানুষের কাছ থেকে সবাই
সুন্দর ব্যবহার আশা করে
নিজেকে নিজে বড় ভাবলে এই সব কথা
রাখতে হবে অন্তরে।
জীবনে উন্নতি ও পরিচিতি আসতে
পারে একমাত্র সুশিক্ষায়
শিক্ষিত মানুষেরা অনেক সম্মানিত হয়
সমাজের প্রতিটি জায়গায়।
শিক্ষিতরা সমাজের আসল দিশারী
সমাজ বদলাতে পারে
নিজের পরিচয়ে পরিচিত হয়ে তাঁরা
পৌঁছে উন্নতির শিখরে।
শিক্ষা দীক্ষা ছাড়া সমাজে কাউকে কেহ
সন্মানের চোঁখে দেখেনা
জীবনে ভাল পরিচয়ের জন্য শিক্ষার
বিকল্প কিছুই হতে পারেনা।
মিলে মিশে একে অন্যের প্রতি যদি
আমরা সুন্দর আচরণ করি
সমাজ থেকে অনেক অশান্তি দূর হয়ে
যাবে আশা করতে পারি।