কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক
দোষ ধরি সকলের
আমার দোষ নাই,
আমি মহা সাধু সন্ত
উপদেশ দিয়ে যাই।
পোশাক পরি আলখাল্লা
মাথায় পাগড়ি টুপি,
হাতে রাখি তসবী মালা
জানি না কি জপি।
পরের জন্য মনটা কাঁদে
চোখে পানি নাই,
অর্থ পেলে দোয়া করে
কাঁদতে পারি ভাই।
ব্যবসা আমার ধর্ম নিয়ে
ধর্ম বেচে খাই,
আমার মতো ধর্ম বক্তা
এ দেশে আর নাই।
টাকা বেশি কথা কম
গল্প বলি ভাই,
বোকার হদ্দ সবাই শোনে
কোরআন হাদিস নাই।
ডাক পড়ছে ঘন ঘন
ঐ বক্তাই চাই,
“বক্তা সম্রাট”!খেতাব
জুটলো আমার তাই।