আগামী সপ্তাহ থেকেই নতুন নাম নিয়ে প্রচারণায় নামবে ফেসবুক। বিষয়টির সাথে সরাসরি সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভার্জ। ভার্জের সূত্র ধরে রয়টার্স বলছে, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ আগামী ২৮ অক্টোবর প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।
তবে এ বিষয়টিকে একটি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফেসবুক। সংস্থাটি জানায়, কোনো গুজব বা অনুমানের বিষয়ে তারা কোনো মন্তব্য করে না। ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্য দিয়ে এর পরিসর বেড়ে যায়। এই পরিস্থিতিতে নাম পরিবর্তন করাটা অস্বাভাবিক নয়। তবে সূত্র বলছে, ২৮ অক্টোবরের আগেও বিষয়টি স্পষ্টত সামনে আসার সম্ভাবনা আছে।