শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বদল

কবিঃ কল্পনা দাস

আগের যুগের মানুষগুলো
সরল সোজা ভাই
পরের তরে স্বার্থত্যাগ
করতে দ্বিধা নাই।

থাকতো সবে মিলেমিশেই
বিবাদ নাহি করে
বিপদ হলে এগিয়ে যেত
জীবন বাজি ধরে।

সবার তরে সকলে মোরা
এ বিশ্বাস ধরে
মানব সেবা মহৎ সেবা
করেছে প্রাণ ভরে।

যুগের পরে যুগ যে এলো
বদলে গেলো সব
‘মানুষ’ নামে প্রাণীগুলোর
স্বার্থ হলো রব।

বিশ্বায়ন হচ্ছে যত
ভাঙছে নিজ ঘর
মানবিকতা হার মেনেছে
করে আপন পর।

মানুষদের এই বদল
মোটেই ভালো নয়
আগের সেই মানসিকতা
চেতান যেন হয়।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১