শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁচা বড়ই কঠিন

কবিঃ চৈতালী দাসমজুমদার

দূষণ ভরা দুনিয়াতে
বাঁচা বড়ো কঠিন আজ,
খোলা হাওয়া খুঁজে পাওয়া
এখন বড় কঠিন কাজ।

চারিদিকে ধুলোবালি
চল চলে যাই জঙ্গলে,
সেথায় যদি না পাই হাওয়া
তবেই যাবো মঙ্গলে।

পাহাড় ঘেরা সবুজ বনে
থাকব দু’জন একসাথে,
মাথায় দেবো রাঙা সিঁদুর
বন্ধু শুধু তোর হাতে।

বাসব ভালো জীবন দিয়ে
থাকবি রে তুই খুব সুখে,
থাকবো আমি চিরদিনই
সোনা বন্ধু তোর দুখে।

যাবো দু’জন প্রেমের দেশে
মাখব আতর এই গায়ে,
মনের সুখে থাকব দু’জন
পরব নূপুর দু’পায়ে।।

জীবন বড় কঠিন হল
বাঁচা বুঝি ভীষণ দায়,
একটুখানি হাওয়া পেলে
থেকে যাবো এই ধারায়।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024