বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে যে রানের মধ্যে অলআউট করতে চায় প্রোটিয়ারা

তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতায় বন্ধ হয়েছে নির্দিষ্ট সময়ের আগে। ২য় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড ৮১ রানের। ১৭১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে নাইম হাসান ২৮ বলে ১৬ রানে টিকে আছেন।

পরিসংখ্যান অনুযায়ী এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। তারপরও মেহেদি মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ। অসাধারণ কিছু করতে পারলে এই ম্যাচে এখনও ফেরা সম্ভব। তবে বাংলাদেশের লিড ১০০ এর বেশি বাড়তে দিতে চায় না দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কেশভ মহারাজ বলেন, ‘(হাসি) অবশ্যই আমরা চাইব বাংলাদেশকে ১০০ বা তার কমে আটকাতে চাইব। গুরুত্বপূর্ণ হচ্ছে সকালে ভালো শুরু পাওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়া। অনেক বল করতে হয়েছে আজকে। শুরুর স্পেলে কিছুটা কম কাট বল করেছি যা উচিত হয়নি আমার। পরে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আগেই যা বললাম, শেষ দিকে বল কিছুটা পুরনো হয়ে গিয়েছে। উইকেট থেকে অত বেশি সাহায্য পাওয়া যাচ্ছিল না। ফলে চেষ্টা করে গেছি যতটা সম্ভব টাইট বোলিং করে যাওয়া যায়।’

নিজের বোলিং স্পেল নিয়ে মহারাজ বলেন, ‘আমার মনে হয় ৪ বোলার আছে আমাদের। আমার কাজ হচ্ছে সুযোগ তৈরি করা, বল করে। সকালে কেজির সাথে বল করতে হয়েছে। তখন দেখেছি তার স্পেল শেষে বল কিছুটা এদিকসেদিক করছিল। আমার কাজ ছিল তখন চাপটা ধরে রাখা। একজন স্পিনার হিসেবে মানিয়ে নিয়ে লম্বা স্পেল করাটাও আপনার দায়িত্ব থাকবে এমন উইকেটে। কারণ এখানে অনেক সময় বল টার্ন করবে এবং পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। লম্বা স্পেলের ফলে আজ আমি কিছু পুরস্কারও (উইকেট) পেয়েছি।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০