
বাংলাদেশে একটি যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়ী গোষ্ঠী কোচ হোল্ডিংস।কোম্পানিটির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কামাল এবিকলিওগ্লুর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে। তখন তারা এই পরিকল্পনার কথা জানায়।
ফাতিহ কামাল বলেন, কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে।তিনি বলেন, আমরা বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।
এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উৎপাদনে আরও বেশি তুর্কি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।ড. ইউনূস বলেন, তুরস্ক বিশ্ব জুড়ে পণ্য রপ্তানি করতে বাংলাদেশে কারখানা স্থাপন করুন। বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি অ্যাসেম্বলি বিনিয়োগ কেন্দ্র হতে পারে।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে উপস্থিত ছিলেন।